
দেশের বরেণ্য আলেম, বিশিষ্ট গবেষক ও লেখক মাওলানা যুবাইর আহমদ আশরাফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার হাদিসের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তার ভাগিনা ইফতেখার জামিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে নিজ বাসায় অবস্থানকালে মাওলানা যুবাইর আহমদ আশরাফ আকস্মিক স্ট্রোক করেন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা যুবাইর আহমদ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’। এক শোক বার্তায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “মাওলানা যুবাইর আহমদ আশরাফ ছিলেন ইলমে হাদিসের একজন নিবেদিতপ্রাণ সাধক। তার পাণ্ডিত্যপূর্ণ গবেষণা ও লেখালেখি আলেম সমাজের জন্য এক অনন্য পাথেয়। তার মৃত্যুতে দেশ এক যোগ্য ইলমি অভিভাবককে হারাল, যা সহজে পূরণ হবার নয়।”
বিবৃতিতে সংগঠনটি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
উল্লেখ্য, মাওলানা যুবাইর আহমদ আশরাফ একজন সফল শিক্ষক হিসেবে যেমন সমাদৃত ছিলেন, তেমনি লেখক ও গবেষক হিসেবেও ইসলামি অঙ্গনে তার বিশেষ পরিচিতি ছিল। তার মৃত্যুতে আলেম সমাজ ও ছাত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই জানাজা ও দাফনের সময়সূচি ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ঘোষণা করা হবে।